২৪ জানুয়ারি ভারতে পালন করা হয় জাতীয় শিশু কন্যা দিবস (National Girl Child Day)। ২০০৮ সাল থেকে প্রতিবছর নিয়ম করে এই দিনটি পালন করে ভারত সরকার। এই জগতে ছেলে-মেয়ে সমান গুরুত্বপূর্ণ। জাতীয় শিশু কন্যা দিবসে, সমাজে কন্যা শিশুদের গুরুত্ব ও তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হোক এই দেশ। সকলে একত্রিত হয়ে পালন করুন এই দিনটি। ছোট থেকে বড় পরিচিত সকল নারীকে জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা।

'মেয়েদের স্বপ্ন পূরণ করার পথে বাধা না হয়ে, তাঁদের খাঁচা মুক্ত করুন' 'মেয়েদের স্বপ্ন পূরণ করার পথে বাধা না হয়ে, তাঁদের খাঁচা মুক্ত করুন'
'বেটি বাঁচাও, বেটি পড়াও'
'লক্ষী সবার ঘরে আসে না, ভাগ্যবানদের ঘরেই জন্ম হয় কন্যা সন্তান' 'লক্ষী সবার ঘরে আসে না, ভাগ্যবানদের ঘরেই জন্ম হয় কন্যা সন্তান'
'পৃথিবীতে সবচেয়ে ধনী সেই ব্যক্তি যিনি তাঁর শ্রেষ্ঠ সম্পদ কন্যা সন্তানের সম্প্রদান করেন' 'পৃথিবীতে সবচেয়ে ধনী সেই ব্যক্তি যিনি তাঁর শ্রেষ্ঠ সম্পদ কন্যা সন্তানের সম্প্রদান করেন'
'কন্যা সন্তান বোঝা নয় সৃষ্টিকর্তার অনন্য উপহার' 'কন্যা সন্তান বোঝা নয় সৃষ্টিকর্তার অনন্য উপহার'