পৃথিবীতে সবাই একদম নিখুঁত হয় না, তবুও আমরা চাই নিখুঁত হতে। আমরা চাই এখন যেমন আছি তাঁর থেকে সম্পূর্ণ আলাদা ভাবে নিজেদের দেখতে। আমাদের শরীর, চেহারা এবং ওজনে আমরা সবসময় কিছু পরিবর্তন করতে চাই। তাই নিজেদের গায়ের রঙ বা চেহারা বা ওজনের জন্য নিজেরাও লজ্জিত বোধ করি এবং অন্যদের কাছে অপমানিতও হই। সোশ্যাল মিডিয়ার এই যুগে নিজেদের শ্রেষ্ঠ দেখাতে প্রত্যেকেই সুন্দর বৈশিষ্ট্যের নিখুঁত শরীরের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চায়। এবং এই চাওয়ার ফলে কখনো তা অপরের জন্য সুখের হয় আবার কারোর কাছে তা হয় দুঃখের ।
এরকমই একটি ঘটনা ঘটে যুবির জীবনে। শুধুমাত্র ১৩৯ কিলো ওজন থাকার জন্য যার বান্ধবী তাঁর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিল। তবে এই ব্রেকআপ এবং অপমান যুবিকে জীবনের একটি নতুন উদ্দেশ্যের জন্ম দেয়। সে ঠিক করে যে সময় এবং অর্থ সে বান্ধবীর জন্য ব্যয় করেছে,এবার সে তাঁর নিজের উপর ব্যয় করবে। এরপরই সে ওয়ার্ক আউট, ডায়েটিং এবং কয়েক মাস কঠোর পরিশ্রমের পর নিজের শরীর থেকে কমিয়ে ফেলেন ৭০ কেজি ওজন।১৩৯ কেজির দানবসম যুবি আজ মাত্র ৬৯ কেজি ওজনের একজন সুদর্শন যুবক। তাঁর এই গল্পটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং অনেকেই এই গল্প থেকে অনুপ্রেরণা নিচ্ছে।