Mahavir Jayanti: জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti)। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্ম উপলক্ষে এই শুভ উৎসব উদযাপিত হয়। মহাবীর জয়ন্তীর উৎসব জৈন ধর্মাবলম্বীদের কাছে খুবই বিশেষ। মহাবীর জয়ন্তীতে, জৈন সম্প্রদায়ের লোকেরা প্রভাত ফেরি এবং শোভাযাত্রা করেন। মহাবীর জয়ন্তীর উৎসব মহাবীরকে উৎসর্গ করা হয়। ভগবান মহাবীর সমাজ ও মানুষের কল্যাণের বাণী দিয়েছিলেন। মোক্ষলাভের জন্য মহাবীরের পাঁচটি নীতি যা আজ মানুষকে সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তির জীবনের দিকে পরিচালিত করে। মহাবীর জয়ন্তীতে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন পঞ্চ বাণী।
মহাবীরের ৫ টি বাণী