Mahalaya Amavasya (File Image)

Mahalaya Amavasya 2024: মহালয়া পড়েছে আগামী ২ অক্টোবর। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা হয়। সনাতন ধর্মে আশ্বিন অমাবস্যা বা মহালয়া অমাবস্যাকে (Mahalaya Amavasya) অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আগামী কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ ১ অক্টোবর। আশ্বিন অমাবস্যাকে মহালয়া অমাবস্যা ছাড়াও সর্ব পিত্র অমাবস্যা ও পিত্র বিসর্জনী বলা হয়ে থাকে। মহালয়া অমাবস্যা হল একটি বিশেষ দিন যা আমাদের জীবনে অবদান রাখা সমস্ত পূর্ববর্তী প্রজন্মের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটি বিশেষ দিন।

জেনে নিন কৃষ্ণপক্ষ অমাবস্যার সময়

আগামী কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি মঙ্গলবার ১ অক্টোবর রাত ৯:৩৯ মিনিটে শুরু হবে। শেষ হবে ০৩ অক্টোবর ১২:১৯ মিনিটে।

মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার অর্থাৎ জলদান করার রীতি রয়েছে। পিতৃপুরুষদের স্মরণ করার দিন, সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন।