Durga (Photo Credit: Pixabay)

Durga Puja Bengali Song: মাতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে, আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। দুর্গাপুজো শুরু হতে হাতে আর মাত্র কটা দিন বাকি। আর দুর্গাপুজো মানেই কাশফুল, ঢাকের বাদ্যি, ভালো খাওয়া দাওয়া, নতুন জামাকাপড় এবং সঙ্গে অবশ্যই পুজোর গান (Durga Puja Song)। প্রতিবছর পুজোর গান প্রকাশ করা হয়, সে সব গানের মধ্যে কিছু কিছু গান আমাদের মন ছুঁয়ে যাই, এবং প্রতিবছর পুজোতে নতুন গান এলেও ওই মন ছুঁয়ে যাওয়া গান গুলো পুজো মণ্ডপে একবার না একবার বেজে উঠবেই, তখন আমাদের মনে এক অন্যরকম দোল খেলে যায়। এই গানগুলো যেন একেবারে চিরকালীন, চিরদিনের। গানগুলি ছাড়া পুজো অসম্পূর্ণ মনে হয়! চলুন পুজোর আগে আজ ফের একবার শুনে নেওয়া যাক মন ছুঁয়ে যাওয়া গানগুলো।

ঢাক বাজা কাসর বাজা (Dhak Baja Kashor Baja)

 

আমার সপ্তমীর বিকেল (Amar Saptamir Bikel)

 

আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে (Ay Re Chute Aye )

 

ঢাকের তালে কোমর দোলে (Dhaker Tale Komor Dole)