কলকাতা: সামনেই ধনতেরস উৎসব। দীপাবলির আগেই দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস (Dhanteras 2023)। বিশ্বাস করা হয় ধনতেরসের দিনে সোনা বা চাঁদি কিনলে সুখ ও সমৃদ্ধি মেলে। সোনা চাঁদি ছাড়াও এদিন অনেকে অনেকরকম নতুন জিনিসপত্র কেনেন। এটি ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। এবছর ধানতেরস পড়েছে, ১০ নভেম্বর শুক্রবার। শুভমুহূর্ত বেলা ১২.৩০ মিনিটে পড়ছে। শেষ হবে ১১ নভেম্বর, শনিবার, বেলা ১টা ৫০ মিনিটে। ১১ নভেম্বর দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। তবে ধনতেরসে ভুলেও এই জিনিসগুলো কিনবেন না। কি কি জিনিস কেনা উচিত নয় তা দেখে নিন-
পুরনো জিনিসপত্র: ধনতেরাসের দিন পুরোনো জিনিসপত্র কেনা শুভ নয়। আপনি যদি ধনতেরাসের দিন কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই নতুন জিনিসপত্র কেনার চেষ্টা করুন।
কালো রঙের জিনিস: ধনতেরাসের দিন কালো রঙের কোনও জিনিস কেনা উচিত নয়। কালো রং সবসময়েই দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই কারণেই ধনতেরাসে কালো রঙের জিনিস কেনা উচিত নয়।
চামাড়ার জিনিস: ধনতেরাসের দিন পশুর চামড়ার জিনিস কেনা থেকে বিরত থাকুন। ধনতেরাসের দিন পশুর চামড়ার জিনিস কেনা শুভ বলে মনে করা হয় না।
ধারালো জিনিস: ধনতেরাসের ছুরি, কাঁচি এবং অন্যান্য ধারালো অস্ত্র কেনা এড়িয়ে চলা উচিত।