লায়ন্স গেট পোর্টাল (Lion's Gate Portal 2025) হল একটি জ্যোতিষশাস্ত্রীয় বিষয়। একে অনেকে আধ্যাত্মিক ঘটনাও বলে থাকেন। প্রত্যেক বছর ২৮ জুলাই থেকে ১২ অগস্টের মধ্যে ঘটে এই লায়ন্স গেট পোর্টাল খোলার ঘটনা। ২৮ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত লায়ন্স গেট পোর্টাল খোলা থাকলেও এটি সবেচেয়ে শক্তিশালী রূপ নেয় ৮ অগাস্ট। জ্যোতিষশাস্ত্রে এমন বিশ্বাস রয়েছে।
লায়ন্স গোট পোর্টাল খোলার অর্থ, এই সময় সূর্য অবস্থান করে সিংহ রাশিতে। বলা হয়, লায়ন্স গেট পোর্টাল যখন খোলে, েসই সময় সূর্য, তারা এবং পৃথিবী অবস্থান করে একই সরলরেখায়। মনে করা হয়, লায়ন্স গেট পোর্টাল যখন সবচেয়ে শক্তিশালী হয় অর্থাৎ ৮ অগাস্ট, সেই সময় কেউ কিছু মন থেকে চাইলে, তা পূরণ হয়। তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয় জ্যোতিষশাস্ত্রে। এমন বিশ্বাস করা হয়।
লায়ন্স গেট পোর্টাল খোলা থাকলে, কখন কিছু মন থেকে চাওয়া হয়
৮ অগাস্ট মহাজাগতিক শক্তি বৃদ্ধি পায়। ফলে এই সময়ে আধ্যাত্মিক জাগরণ, চেতনার রূপান্তর এবং ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণের উপযুক্ত বলে মনে করা হয়। মনে করা হয়, সংখ্যাতত্ত্বে ৮ সংখ্যাটি প্রাচুর্য, শক্তি এবং অনন্ততার প্রতীক। ৮৮৮ এবং সংযোগ তৈরি হওয়ায়, এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই সময় মানুষ নিজেদের ইচ্ছা শক্তিকে উজ্জীবিত করে মহাজাগতিক বিশ্বের কাছে নিজের ইচ্ছা পূরণ করতে পারে। সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে এই লায়ন্স গেট পোর্টাল খোলা থাকে বলে মনে করা হয়। ফলে ওই সময় নিজেদের ইচ্ছা পূর্তি করতে সক্ষম হয় মানুষ। এমনও মনে করা হয়।
কী কী করবেন নিজের ইচ্ছা পূরণ করতে
একটা ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখুন
যোগ করুন, ধ্যানে মন দিন
একটা সাদা কাগজে নিজের ইচ্ছা লিখুন। তবে আমি পেয়েছি, করেছি, এমন করে লিখুন
জোরে জোরে নিজের ইচ্ছাগুলিতে বলুন
ঘড়িতে যখন সকাল ৮টা ৮ মিনিট বাজবে, ঠিক তখন নিজের ইচ্ছা জানিয়ে মহাজাগতিক শক্তির কাছে প্রকাশ করুন। নিজের ইচ্ছা সাদা কাগজে লিখে তা বালিশের নীচে রাখুন। একান্ত মনে নিজের ইচ্ছাকে স্মরণ করুন। দেখবেন ইচ্ছা পূর্তির দিকে এগোচ্ছেন আপনি।