
Laylatul Qadr: লাইলাতুল কদর বা শবে কদর বলতে কেবল সাতাশের রাতকে বোঝেন হয়। ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে সম্মানিত রাত হিসেবে বিবেচিত হয় লাইলাতুল কদর। রমজানের ২৭তম রাত, যা ঐতিহ্যগতভাবে করুণার রাত হিসেবে বিবেচিত, মুসলমানদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ করে দেয়। কুরআনে বর্ণিত লাইলাতুল কদর একটি শান্তিপূর্ণ রাত। আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন লাইলাতুল কদরের শুভেচ্ছা বার্তা।



