Kolkata Fatafat Result | Representational Image (Photo Credits: Pixabay)

Kolkata Fatafat Result September 11: কলকাতা ফাটাফাট বা কলকাতা এফএফ লটারির (Kolkata FF Lottery) আজ ফলাফল। কলকাতার বিভিন্ন দোকানে খেলা হয় কলকাতা এফএফ লটারি। সোম থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন বাজি নামে মোট আট রাউন্ড খেলা হয়, প্রতিটি খেলা বা বাজি শেষ হওয়ার পরে কলকাতা ফাটাফাট ফলাফল ঘোষণা করা হয় (Kolkata FF Result for September 11)। আজ ১১ সেপ্টেম্বর কলকাতা ফটাফট লটারি রেজাল্ট জানতে ক্লিক করুন এই লিঙ্কে kolkataff.in

কোথায় পাবেন কলকাতা ফটাফট লটারির টিকিট?

অনলাইনে কলকাতা ফটাফট লটারি লিখে খুঁজলেই আপনি দেখে নিতে পারবেন আপনার আশেপাশে কোথায় এই লটারির টিকিট পাওয়া যাচ্ছে। সারা সপ্তাহ ধরে কলকাতা এফএফ (Kolkata FF Lottery) খেলা হয়। সোম থেকে শনি দিনে আটবার খেলা হয়। আর রবিবার খেলা হয় চারবার। খেলা শুরু হয় সকাল ১০টায়, যা চলে রাত ৮:৩০ পর্যন্ত।

উল্লেখ্য, ভারতে লটারি এবং জুয়া নিষিদ্ধ। তবে গেমিংয়ের আড়ালে দেশে বেশ কিছু স্থানে লটারি খেলা হয়। কেরালা, সিকিম, নাগাল্যান্ড, শিলং, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, গোয়া ইত্যাদি সহ সারা দেশে শুধুমাত্র ১৩টি রাজ্যে লটারি বৈধ।