Laxmi Puja (Photo Credit: FB)

Kojagori Lakshmi Puja 2025: আজ কোজাগরী পূর্ণিমা। অমাবস্যা শেষে আসে এই কোজাগরী পূর্ণিমা। যাকে শরদ পূর্ণিমা হিসেবেও অভিহিত করা হয়। কোজোগরী শব্দের অর্থ কো-জাগর। রাতভর জেগে মা লক্ষ্মীর কৃপা পেতে যে পুজো করা হয়, তাকেই বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো।

শরদ পূর্ণিমার এই রাতে মা লক্ষ্মীর কৃপা পেতে বাঙালি ঘরের গৃহিনীরা ভক্তিভরে ধনদেবীর পুজো করেন। ধূপ, দ্বীপ জ্বালিয়ে, পায়েস রান্না করে মা লক্ষ্মীর পুজো করা হয়।

আরও পড়ুন: Kojagori Lakshmi Puja 2025: শাড়ি পরিয়ে, গয়নায় সাজিয়ে মা লক্ষ্মীর রূপ প্রকাশ করলেন অপরাজিতা আঢ্য, দেখুন ভিডিয়ো

কোজাগরী লক্ষ্মী পুজোয় ধনদেবীকে কোন কোন ফুলে তুষ্ট করবেন...

মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম। যে পদ্ম ফুলের উপর অধিষ্ঠান করেন ধনদেবী। তাই পদ্ম ফুল মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল হিসেবে বিবেচিত হয়।

তবে পদ্মের পাশাপাশি মা লক্ষ্মীর প্রিয় ফুল অপরাজিতাও।

নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে ধনদেবী তুষ্ট হন বলে জানা যায়।

তাই পদ্মের পাশাপাশি নীল অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন তাঁর আশীর্বাদ পেতে।  এমনও মনে করা হয়।