Kojagori Lakshmi Puja 2025: শরদ পূর্ণিমায় আজ লক্ষ্মী পুজো (Kojagori Lakshmi Puja)। পূর্ণ চন্দ্রের আগমণে আজ বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোর বিধি পালন করা হবে। মা লক্ষ্মীর কৃপা পেতে, শরদ পূর্ণিমায় () ধনদেবীর আরাধনা করা হয়। ধুপ, দ্বীপ জ্বালিয়ে বাংলার প্রায় প্রতিটি ঘরে আজ লক্ষ্মী পুজো করা হবে। বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও লক্ষ্মী পুজোর আয়োজন করা হবে। তাইতো, মা লক্ষ্মীর কৃপা পেতে মানুষ আজ শরদ পূর্ণিমায় লক্ষ্মী পুজো করবেন অত্যন্ত ভক্তি ভরে।
আকাশে চাঁদ উঠলে লক্ষ্মী পুজো করবে বাঙালি। এই পুজো শুধু বাঙালির ঘরেই সীমাবদ্ধ যেহেতু নেই, তাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মা লক্ষ্মীর আরাধনা করবেন আজ।
দেখুন শরদ পূর্ণিমার অবকাশে দেশের বিভিন্ন প্রান্ত কোন সময় থেকে কটা পর্যন্ত লক্ষ্মী পুজোর বিধি পালন করা যাবে, তা দেখে নিন...
কলকাতা- বাংলা জুড়ে বিকেল ৫.০৬ মিনিট থেকে লক্ষ্মী পুজোর শুভ মুহুরৎ শুরু হবে। অমবস্যা ছেড়ে পূর্ণিমা লাগলে, তবেই লক্ষ্মী পুজো শুরু হবে
দিল্লি- বিকেল ৫.০৮ মিনিট থেকে লক্ষ্মী পুজোর শুভ মুহূরৎ শুরু হবে
মুম্বই- বিকেল ৫.৪১ মিনিট থেকে পুজো শুরু হবে
আহমেদাবাদ- গুজরাটে লক্ষ্মী পুজোর শুভ মুহূরৎ শুরু হবে সন্ধে ৭.৩৬ মিনিট থেকে
পুণে- সন্ধে ৭.৩৮ মিনিট থেকে পুজোর ক্ষণ শুরু হবে
চেন্নাই- সন্ধে ৭.২২ থেকে শুরু হবে পুজোর শুভ মুহুরৎ
বেঙ্গালুরু- বেঙ্গালুরুতে পুজোর শুভ মুহূরৎ শুরু হবে ৭.৩১ মিনিট থেকে
হায়দরাবাদ-৭.২১ মিনিট থেকে থেকে পুজোর শুভ মুহূরৎ শুরু
জয়পুর-রাজস্থানে লক্ষ্মী পুজোর শুভ মুহুরৎ শুরু হবে ৭.১৭ মিনিট থেকে
চন্ডিগড়-৭.০৬ মিনিট থেকে পুজোর শুভ মুহূরৎ শুরু
নয়ডা/গুরুগ্রাম- গুরুগ্রামে সন্ধে ৭.০৭ মিনিট থেকে পুজোর শুভ মুহূরৎ শুরু হবে
শরদ পূর্ণিমায় কীভাবে লক্ষ্মী পুজো করবেন
শরদ পূর্ণিমায় ঘর পরিষ্কার করে সাজিয়ে তুলুন
আম পাতা, কলা গাছ দিয়ে সাজিয়ে তুলুন গোটা ঘর
লক্ষ্মী, গণেশের মূর্তি ঘরে আনুন। লক্ষ্মী, গণেশের মূর্তি পাশাপাশি রেখে পুজো করুন
লক্ষ্মীর পাশাপাশি নারায়ণ এবং চন্দ্রদেবের পুজোরও করুন শরদ পূর্ণিমায়
ফুল, ফল, মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন
প্রসাদে পায়েস অর্পণ করতে ভুলবেন না
'ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ' বলে পুজো করুন। মন্ত্রোচ্চারণ করে রাতভর জেগে থাকুন
ঘিয়ের প্রদীপ জ্বালান
মা লক্ষ্মীর আরতী করুন পরিবারের সব সদস্যের সঙ্গে