National Flag (Photo Credits: Wikimedia Commons)

Independence Day: প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দেশ স্বাধীন করতে জীবন দিয়েছেন বহু মানুষ। প্রতি বছর ১৫ আগস্ট সমস্ত ভারতীয়দের জন্য ক্যালেন্ডারে একটি বিশেষ তারিখ। স্কুল থেকে কর্মক্ষেত্র ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে অনেকে বিভ্রান্তিতে আছেন যে ভারতে এ বছর ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হবে নাকি ৭৮তম?

ভারত ১৫ অগাস্ট ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার প্রথম বছর অর্থাৎ ২০২৪ সালে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপ হতে চলেছে। সংখ্যাতত্ত্বের বিচারে ২০২৪ সালে ১৫ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস এবং ৭৭তম স্বাধীনতা বার্ষিকী।

স্বাধীনতা দিবসের থিম

স্বাধীনতা দিবস ভারতের কাছে এক বিশেষ দিন। প্রতি বছরের মতো এ বছরেও সাড়ম্বরে পালিত হবে এই দিনটি। বাজবে দেশাত্মবোধক গান, স্মরণ করা হবে বীর স্বাধীননতা সংগ্রামীদের। ২০২৪ এর স্বাধীনতা দিবসের থিম ‘বিকশিত ভারত’।