![](https://bnst1.latestly.com/uploads/images/2024/07/1%2520-%25202024-07-25T155451.797-380x214.jpg)
নয়াদিল্লি: প্রতিবছর ২৬ জুলাই দিনটি দেশজুড়ে পালিত হয় কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) বা পরাক্রম দিবস হিসেবে। কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি হল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভিনদেশি শত্রুর পাশাপাশি ভারতীয় সেনাকে লড়তে হয়েছিল দুর্গম ও কঠিন প্রাকৃতিক পরিবেশে। প্রবল ঠান্ডায় লাদাখের কঠিন পরিবেশে হয়েছিল যুদ্ধ। সরকারি পরিসংখ্যান অনুসারে প্রায় ৫০০ ভারতীয় সৈন্য কার্গিল যুদ্ধে শহিদ হন। কার্গিল যুদ্ধের বীর সেনাদের ভারত সরকার বীরত্বের পুরস্কারে ভূষিত ও সম্মানিত করে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রইল বিশেষ কিছু উক্তি।