Kamada Ekadashi: হিন্দু ধর্মে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস রয়েছে, তার মধ্যে একটি হল কামদা একাদশী (Kamada Ekadashi)। চলতি বছর কামাদা একাদশী পড়েছে ১৯ এপ্রিল শুক্রবার । বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়, পরিবার সমস্ত অভিশাপ থেকে মুক্ত হয়। বিবাহিত দম্পতিরা যদি কামদা একাদশী ব্রত পালন করেন তবে সন্তান লাভের আশীর্বাদ পান। কামদা একাদশী উপলক্ষ্যে প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।