Puja, Representational Image (Photo Credit: Pixabay)

কলকাতা, ৫ জুন: জুন ( June) মাসে রয়েছে একাধিক ষষ্ঠী এবং ব্রত কথা (Festivals)। এই জুন মাসেই রয়েছে রথ যাত্রা। যা প্রায় গোটা বিশ্বের হিন্দুদের (Hindus) এক মিলন উৎসব বলে মনে করা হয়। জুন মাসে (June Has Festivals) কী কী ব্রত কথা এবং উৎসব অনুষ্ঠান রয়েছে, অমাবস্যা, পূর্ণিমা সমেত, সে বিষয়ে চোখ বুলিয়ে নিন। ৫ জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ৫ জুনের ঠিক পরদিন অর্থাৎ ৬ জুন রয়েছে নির্জলা একাদশী এবং গয়াত্রী জয়ন্তী। ৭ জুন বৈষ্ণব নির্জলা একাদশী এবং রাম-লক্ষ্মণ দ্বাদশী রয়েছে। ৮ জুন রবি প্রদোষ। ৯ জুুন দক্ষিণের মানুষরা উদযাপন করেন ভৈকাসি ভিসাকাম। ১০ জুন রয়েছে বট পূর্ণিমা ব্রত।

এরপর ১১ জুন রয়েছে কবীরদাস জয়ন্তী। ১২ জুন জৈষ্ঠ শেষ হয়ে আষাঢ় মাস পড়েছে। ওইদিন উদযাপিত হবে আষাঢ় মাস শুরুর অনুষ্ঠান। বিভিন্ন রাজ্যে এই অনুষ্ঠান একাধিক নামে পরিচিত। ১৩ জুন কিছু নেই। ১৪ জুন রয়েছে উপবাস। ১৫ জুন পালিত হবে বাবা দিবস, যদিও এটি কোনও পুজো বা ব্রত অনুষ্ঠান নয়।

১৬ এবং ১৭ জুন নেই হিন্দুদের কোনও আচার অনুষ্ঠান। ১৮ জুন জন্মাষ্টমী। ২১ জুন যোগিনী একাদশী। ২১ জুন কিছু নেই। ২২ জুনে রয়েছে বৈষ্ণব যোগিনী একাদশী। ২৩ জুন শিবরাত্রি পালন করা হয় অর্থাৎ যেটি প্রত্যেক মাসে পালিত হয় বা যাঁরা পালন করেন। ২৪ জুন হিন্দুদের কোনও ব্রত বা অনুষ্ঠান নেই। ২৫ জুন পালিত হবে আষাঢ় অমাবস্যা। ২৬ জুন আষাঢ় নবরাত্রি। ২৭ জুন রথ যাত্রা। ধুমধাম করে এই অনুষ্ঠান পালিত হয় গোটা দেশ জুড়ে। ২৮ জুন পালিত হবে বিনায়ক চতুদর্শী। ২৯ জুন কিছু নেই। ৩০ জুন রয়েছে স্কন্দ ষষ্ঠী।