Last Friday of Ramadan: রমজান মাসের শেষ শুক্রবার দোর গোড়ায়। রমজান (Ramadan) মাসের শেষ শুরবার জুমাতুল বিদা (Jumat-ul-Vida) নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুম্মা। রমজানের শেষ জুমার দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। বিশ্বাস করা হয় রমজান মাস ফজিলতের মাস। রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় বলে বিশ্বাস করা হয়। আপনার জন্য রইল জুমাতুল বিদার একগুচ্ছ শুভেচ্ছা বার্তা, পাঠিয়ে দিন প্রিয়জনদের।
দেখুন