বর্তমানে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি আমরা। কাটা হচ্ছে গাছ, বাড়ছে দুষণ, জলবায়ু পরিবর্তন হচ্ছে, অতিরিক্ত নগরায়ন ও অবাধ শিকারের ফলে একদিকে যেমন বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে প্রকৃতির সম্পদ গাছ।সব মিলিয়ে পৃথিবীর জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। অনেক প্রজাতি ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। আরও অনেক প্রজাতি বিলুপ্তির পথে এখন।

এই পরিস্থিতিতে প্রকৃতি রক্ষা মানে নিজেকে রক্ষা করা এই বার্তা দেয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এই বিশেষ দিনে সকলকে সচেতন করা হয়। পরিবেশবান্ধব জীবন যাপন, গাছ লাগানো, প্রাণীদের প্রতি ভালোবাসা, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখার জন্য বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়। গাছ রোপণ, প্লাস্টিক ব্যবহার কমানো, বা স্থানীয়ড প্রজাতির সংরক্ষণে কাজ করা—এইসবই বড় পরিবর্তনের কথা সকলের মধ্যে প্রচার করার মধ্যে দিয়ে এই দিনটির বাস্তবতা।