Jawaharlal Nehru's First Cabinet (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৪ অগাস্ট: শুক্রবার দেশ জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস ( India's 79th Independence Day)। ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানব উপলক্ষ্যে রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় ৫ হাজার অতিথির আমন্ত্রণ রয়েছে। তাঁরা প্রত্যেকেই শুক্রবার নির্ধারিত সময়ের সময়ের মধ্যে লালকেল্লায় হাজির হবেন বলেই মনে করা হচ্ছে।

৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) পোস্ট করলেন একটি চিঠি। যেখানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) হাতে লেখা চিঠি রয়েছে। নেহেরুর প্রথম মন্ত্রিসভার সদস্য কারা ছিলেন, সেই নাম নিজের হাতে লেখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এবার নেহেরুর হাত লেখা সেই চিঠির ছবি পোস্ট করলেন জয়রাম রমেশ। নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে দেশের প্রথম মন্ত্রিসভার সদস্যদের নাম লেখা চিঠির ছবি প্রকাশ করেন জয়রাম রমেশ।

দেখুন জয়রাম রমেশ কোন ছবি পোস্ট করলেন...

 

জওহরলাল নেহেরুর প্রথম মন্ত্রিসভায় যাঁরা ছিলেন, দেখুন সেই তালিকা...

বি আর আহমেদ

রফি আহমেদ কিদওয়াই

সর্দার বলদেভ সিং

মৌলনা আবুল কালাম আজ়াদ

ডক্টর রাজেন্দ্র প্রসাদ

সর্দার প্যাটেল

ডক্টর জন মাথাই

শ্রী জগজীবন রাম

রাজকুমারী অমৃত কউর

ডক্টর এস পি মুখোপধ্যায়

খুরশেদ লাল

আর আর দিওয়াকর

মোহনলাল সাক্সেনা

গোপালস্বামী আয়েঙ্গার

এন ভি গাডগিল

কে সি নিয়োগী

জয়রামদাস দওলতরাম

কে সন্থানম

সত্য নারায়ণ সিনহা

ডক্টর বি ভি কেসকর