মাথার যন্ত্রণা এক বড় সমস্যা। অনেকেই মাথায় যন্ত্রনায় ভোগেন। একটু রোদে বের হলেই শুরু হয়ে যায় যন্ত্রনা। কাজের চাপ আসলেও যন্ত্রণা শুরু হয়। এর থেকে মুক্তি পেতে পেন কিলার খেতে হয় । এতে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। মাথার যন্ত্রণা বিভিন্ন কারণে হয়। সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব । চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হয়। তবে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। আরাম বোধ করতে পারেন । দেখে নিন সেই উপায় গুলি কি।

মাথাব্যথা কমানোর জন্য বেশ কিছু ঘরোয়া উপায় আছে। সেগুলির মাধ্যমে সুস্থ থাকতে পারবেন। গরম সেঁক নিলে উপকার পাওয়া যায়। জলের কাপড়ে করে মাথা বা ঘাড়ে সেঁক দিতে পারেন। এছাড়া নিয়মিত গরম জলের ভাপ নিতে দারুন কাজ হবে। অনেক ক্ষেত্রে বরফের প্যাক বা ঠান্ডা তোয়ালে মাথা বা ঘাড়ে লাগালে ব্যথা কমে। অনেক সময় ঘুম কম হলে মাথাব্যথা হতে পারে। তাই পর্যাপ্ত ঘুম দরকার। নিয়মিত শরীরচর্চা করলে মাথার যন্ত্রনা থেকে রেহাই পেতে পারেন। এর মাধ্যমে মানসিক চাপ কমে। তাই মাথাব্যথা কমাতেও সাহায্য করে। নিয়মিত যোগা, ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস, মানসিক চাপ কমানোর অনান্য কৌশলের মাধ্যমে মাথাব্যথা কমাতে পারেন।‌ আদা, লেবু, তুলসী নিয়মিত সেবনে মাথাব্যথা কমতে পারে। এছাড়া

পর্যাপ্ত জল পান করা দরকার। ডিহাইড্রেশন হলে মাথায় যন্ত্রনায় হতে পারে।

তবে দীর্ঘ সময় ধরে মাথায় যন্ত্রনা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।