বেলে একটি উপকারি ফল। পাকা বেল খেতে দারুন লাগে। এর স্বাদ যেমন ভালো পুষ্টি গুন অনেক। নানা উপকারে লাগে বেল। এই গরমে বেলের সরবৎ দারুন উপকারি। নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে। জেনে নিন বেলের সরবৎ এর উপকারিতা।
বেলের শরবত এর অনেক উপকার। হজমশক্তি বৃদ্ধি করে, শরীরকে ঠান্ডা রাখে, এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। যাদের হজমের সমস্যা তারা বেলের শরবত খেলে খুব উপকার পাবেন। হজমশক্তি বাড়াতে সাহায্য করে , কোষ্ঠকাঠিন্য দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা।
বেলের শরবতে আছে ভিটামিন সি। শরীরকে ঠান্ডা রাখে।
কারো পেটের রোগ থাকলে তারা বেলের সরবৎ খেলে উপকার পাবেন। আমাশয় ও
ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে। বেলে ক্যালসিয়াম ও ফসফরাস আছে। তাই বেলের সরবৎ হাড়কে শক্তিশালী করে।
বেলের শরবত কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া বেলের শরবত খেলে রক্ত বৃদ্ধি করে। ওজন কমাতে বেলের শরবতের অনেক উপকার আছে। এছাড়া বেলের শরবতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে।