Mansukh Mandaviya On Dengue: ভারতে ডেঙ্গুর প্রকোপ রুখতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্যর
ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর দেশজুড়ে এই মারণ ব্যাধির সংক্রমণ ও প্রকোপ আটকানোর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ও সবরকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর।
নয়াদিল্লি: ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ (Spike in cases of Dengue)। দিল্লি (Delhi)-সহ নানা রাজ্যের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। আরও পড়ুন: Uttar Pradesh: স্বামী থাকা সত্ত্বেও বিধবা ভাতার সুবিধা নিচ্ছেন উত্তরপ্রদেশের বহু মহিলা
এই পরিস্থিতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতির পর্যালোচনা (review the Dengue situation), জনস্বাস্থ্য ব্যবস্থায় ডেঙ্গুর প্রকোপ রোখার পরিকাঠামো (preparedness of public health system for prevention) ও নিয়ন্ত্রণের জন্য বুধবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক ( high-level meeting) করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্য (Union Minister of Health and Family Welfare, Dr. Mansukh Mandaviya)।
ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর দেশজুড়ে এই মারণ ব্যাধির সংক্রমণ ও প্রকোপ আটকানোর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ও সবরকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। আরও পড়ুন: PM Modi In Vadodara: ভাদোদরায় নারী শক্তি বন্ধন-অভিনন্দন অনুষ্ঠানে সংবর্ধিত প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো