Israel Flag (Photo Credit: X)

নয়াদিল্লি: ইজরায়েল (Israel) পশ্চিম তীরের একটি গ্রাম থেকে দশজন ভারতীয় নির্মাণ শ্রমিককে (Indian Construction Workers) উদ্ধার করেছে। সূত্রে খবর, শ্রমিকদের কাজের জন্য পশ্চিম তীরের (West Bank) আল-জায়েম গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল।সেখানে তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়। নিউজ পোর্টাল ওয়াইনেটনিউজ জানিয়েছে যে ইজরায়েল সেনাবাহিনী একটি চেকপয়েন্টে কিছু সন্দেহভাজনকে আটক করে, তারপর রাতভর অভিযানে শ্রমিকদের উদ্ধার করা হয়। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন, দূতাবাস ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।

ইজরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালেস্তাইনরা চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের পশ্চিম তীরের আল-জায়েম গ্রামে নিয়ে যায়। এরপর তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে ইজরায়েলে প্রবেশের জন্য সেগুলি ব্যবহার করার চেষ্টা করা হয়।

নিখোঁজ শ্রমিকদের পশ্চিম তীর থেকে উদ্ধার করল ইজরায়েল