দামের জন্য পোস্ত খাচ্ছেন না? জানেন পোস্তর উপকারিতা? শরীরে অনেক কাজে লাগে মূল্যবান পোস্ত। বাঙালির প্রিয় পোস্তর এই উপকারিতা জানলে দাম বেশি হলেও খেতে চাইবেন। আলু পোস্ত, কলাই এর ডাল আর ভাত হলে আর কি চায়। কাঁচা পোস্ত বাটা আহা।‌ পোস্তর বড়া, আলু-পোস্ত, ঝিঙে পোস্ত, রুই পোস্ত। কাকে ছেড়ে কার কথা বলি।  পোস্ত মানেই জিভের তৃপ্তি। পোস্ত শুধু তৃপ্তি দেয় নি, এর উপকারিতা অনেক।  জেনে নিন পোস্তর উপকারিতা।

হাড়কে মজবুত করে পোস্ত। পোস্তয় রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। হাড়ের উপকারিতার পাশাপাশি পেশীর কার্যকারিতা বৃদ্ধি পাবে। পোস্তয় আছে  ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। আছে ওমেগা সিক্স ফ্যাট। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টকে ভালো রাখে,  হার্টের রোগী থেকে দূরে রাখে।  পোস্ত হজমশক্তি বাড়ায়। ব্যথা কমাতে সাহায্য করে। পোস্তয় ফাইবার আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের আছে।‌ পোস্ত ব্যথা কমায়। পোস্ত আলসার প্রতিরোধে সাহায্য করে । পোস্ত ফাইবার থাকায় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।‌ পোস্ত পটাশিয়াম আছে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।‌ পোস্ত খেলে ঘুম ভালো হয়। যাদের ঘুমের সমস্যা। তারা পোস্ত খেলে উপকার পায়। তবে অ্যালার্জি থাকলছ পোস্ত খাবেন না।