পাথর কুচি গাছ শুধু সৌন্দর্য দেয় তা নয়। এর অনেক গুন রয়েছে। পাথরকুচি পাতা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে। কিডনির পাথর দূর করা থেকে পেটের সমস্যা দূর করা। শরীরের বিভিন্ন সমস্যায় কাজ দেয় পাথরকুচি পাতা। জেনে নিন এর উপকারিতা।
পাথর কুচি পাতা কিডনির পাথর দূর করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক করে পাথর কুচি পাতা।পাথর কুচি পাতার রস মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে।
এছাড়া পেটের সমস্যা দূর করে। পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
শিশুদের পেটের ব্যথায় পাথর কুচি পাতার রস মালিশ করলে ব্যথার উপশম হয়। পাথর কুচি পাতার রস ত্বকের দাগ, ব্রণ, এবং অন্যান্য ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। পাথর কুচি পাতার রস শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা কমাতে কার্যকর। পাথর কুচি পাতা পাইলস ও লিউকোরিয়ার কষ্ট দূর করতে পারে। পাথর কুচি পাতার রস টক্সিন দূর করে রক্ত বিশুদ্ধ করে। পাতা গুঁড়ো করে কপালে লাগালে মাথাব্যথা নিরাময় হয়।
পাতার ক্বাথ মধুর সঙ্গে মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয়।
পাথর কুচি পাতার রস গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে এলার্জির সমস্যা দূর হয়। ক্ষত ও মাংসপেশী থেঁতলে গেলে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়। বিষাক্ত পোকার কামড়েও
কামড়ানো স্থানে পাথর কুচি পাতার রস লাগালে উপকার পাওয়া যায়। গরম করে পাথর কুচি পাতার রস খেলে সর্দির উপশম হয়।
তবে এটি কেবল তথ্য।চিকিৎসার বিকল্প নয়। তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।