বাস্তুতন্ত্র মতে, ঘরে মানি প্লান্ট থাকলে ঘরে আর্থিক উন্নতি হয়। সংসারে অর্থের সংস্থান। টাকার অভাব থাকে না। গাছ মানেই অক্সিজেন সাপ্লাই। তবে বাস্তুতন্ত্র মতে, মানি প্ল্যান্ট পরিবারে উন্নতির কারণ। তবে মানি প্লান্ট ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে।
বাস্তু অনুসারে, মানি প্লান্ট বাড়িতে রাখলে বেয়ে ওঠার জন্য দড়ি রাখতে হবে। কোন অবলম্বন রাখলেই হবে। যেন লতিয়ে গাছটি বাড়তে পারে।এতেই ঐ গাছের মতো আর্থিক উন্নতি সিঁড়ি বেয়ে উপরে উঠবে।
তবে মানি প্লান্ট গাছের পাতা কখনোই ঘরের মেঝেতে রাখা যায় না। এটা অশুভ বলে মনে করা হয় বাস্তুতন্ত্রে।
মানি প্ল্যান্টে জলের সাথে প্রতিদিন কয়েক ফোঁটা দুধ দিন। বাস্তুতন্ত্রে বলছে, এতে ধন প্রাপ্তি হয়।
কারো কাছে চেয়ে বা নার্শারী থেকে মানি প্লান্ট এনে বাড়াতে লাগান। বাস্তু মতে, এইভাবে লাগালে আপনার উন্নতি হবে।
তবে কখনোই কাচের বোতলে মানি প্ল্যান্ট লাগাবেন না।
মাটি হল গাছের খাবার। তাই বোমানি প্তলান্লেট রাখলে মাটি পাবে না। তাই অভুক্ত থাকবে গাছ। তাতে অমঙ্গল হবে। একই ভাবে শুকিয়ে যেতে দেবেন না মানি প্লান্ট কে। তাতে অর্থ শুকাতে থাকবে। অবনতি হবে। মানি প্লান্ট সব সময় ঘরের ভিতরে রাখতে হবে। আগ্নেয় বা দক্ষিণ-পূর্ব দিকের মাঝামাঝিতে রাখুন। কারণ বাস্তু মতে, এটি গণেশের দিক। শুভ দিক। তাই গনেশ খুশি হলে অর্থ সমাগম হবে। সংসারে উন্নতি হবে। তবে কখনই উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ দিকে মানি প্লান্ট লাগাবেন না।
তবে সবটাই বাস্তুতন্ত্র মতে। এটা ভালোমন্দ কোন বৈজ্ঞানিক পরীক্ষিত নয়।