পাকা আমের স্বাদ ভোলা যায় না। এই গ্রীষ্মে এখন নানা স্বাদের আম বাজারে পাওয়া যায়। মিষ্টি এই আম খেতে কে না ভালোবাসে। আমের উপকারিতাও রয়েছে। তবে রূপ চর্চায় আমের ভূমিকা জানলে অবাক হবেন। জেনে নিন জেল্লা বাড়াতে আম কি কাজ দেয়।
আম মুখে লাগান। উপকার পাবেন অনেক। ত্বকের জেল্লা বাড়বে। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে আম। ত্বক ভালো রাখে এবং স্বাস্থ্যজ্জল হয়। ময়েশ্চারাইজড হয় ত্বক। পাকা আমে আছে ভিটামিন সি এবং এ। যা ত্বককে উজ্জ্বল করে। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের সৌন্দযে দরকার। তবে পাকা আম কীভাবে ব্যবহারের করবেন জেনে নিন।
পাকা আমের পাল্প নিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন । এতে মুখেরজেল্লা বাড়বে। আমের পাল্পের সাথে ওটস বা চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মাখুন মুখে। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। এছাড়া রোদে পোড়া ত্বক, বলিরেখা এবং শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে পাকা আম।
তবে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।