উপাদান:- হলুদ, চন্দন, দুধ বা দই, গোলাপজল,মধু।
১ চা–চামচ হলুদ, ১ চা–চামচ চন্দন গুঁড়া নিন। এরপর
দুধ/দই আর গোলাপজল মিশিয়ে পেস্টের গাঢ়তা ঠিক করুন, ক্রিমের মতো নরম হতে হবে। তারপর সেটিকে ভালো ভাবে পেস্ট করবেন
খুব পুরু বা খুব পাতলা পেস্ট কাজ করবে না, মুখে ভালো পড়বে এমন স্তুপ বানান।
পরিষ্কার হাত বা ব্রাশ দিয়ে মুখ ও গলা জুড়ে লাগান, চোখ-নাক এড়িয়ে।
এরপর সেটিকে ১৫–২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন, পেস্ট হালকা শুকোতে শুরু করবে।এরপর সেটিকে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন শেষে ঠাণ্ডা জল স্প্ল্যাশ করুন।
চাইলে এর সঙ্গে নারকেল তেল বা আলোভেরা জেল মেশাতে পারেন অতিরিক্ত হাইড্রেশনের জন্য এবং মিশ্রণে এক চিমটি চিনাবাদাম পেস্ট করেও দিতে পারেন।
এটি সপ্তাহে ২–৩ বার মাখতে পারেন
সংবেদনশীল ত্বকের যত্ন প্রথমে প্যাচ টেস্ট করে দেখুন।