নিমপাতা স্বাদে তেতো। তাই অনেকেই মুখে তোলেন না। কিন্তু নিম পাতার উপকারিতা জানলে বেশি করে খাবেন এবার। অনেক রোগ নিরাময় করে নিমপাতা। বিশেষত এই গরমে নিমপাতা খাওয়া খুব ভালো। ভাতের সাথে কচি নিমপাতা ভেজে খান। আবার নিম বেগুন ভাজা ও দারুন। অনেকে নিমপাতার রস বের করে খান। জেনে নিন নিম পাতার উপকারিতা।

হজমশক্তি বৃদ্ধি করে কচি নিমপাতা। কৃমি দূর করতে নিম পাতা কাজ দেয়। গ্যাস্ট্রিক, অম্বল, ডায়রিয়া কমাতে সাহায্য করে । লিভারের কার্যকারিতা বাড়াতে নিম পাতার জুড়ি মেলা ভার। দাঁতের বিভিন্ন সমস্যা দূর করে। দাঁতে ব্যথা, মাড়ির সমস্যা, দুর্গন্ধ কমাতে কাজ দেয়। নিমপাতা খেলে হজমশক্তি বাড়ে। যাদের হজমের সমস্যা আছে তারা নিয়মিত নিম পাতা খান । কাজ হবে।এছাড়া নিমপাতি কৃমিনাশক। তিতো হওয়ার জন্য কৃমি দূর করতে কাজ দেয়। আবার পেট পরিষ্কার রাখে নিমপাতা পেটের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। গ্যাস্ট্রিক, অম্বল, ডায়রিয়া কমায়। লিভারের কার্যকারিতা বৃদ্ধি করতে নিমপাতা ক

উপকার করে।নিমপাতায় বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরে। এই গরমে শরীরে লাল দাগ, ঘামাচি, এর্লাজি, চুলকানি, খুশকি এবং চুল পড়া মতো সমস্যা দেখা দেয়। এই সব সমস্যায় নিমপাতা দারুন কাজ করে। এছাড়া নিম পাতা রক্ত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

এটা কেবল তথ্য। চিকিৎসার বিকল্প নয়। তাই চিকিৎসকের পরামর্শে চলবেন।