চুল পড়ে যায় অনেক কারণে। চিনি, ফাষ্ট ফুড খাওয়া, অস্বাস্থ্যকর জীবনধারা, শরীরে পুষ্টির অভব, অনেকের এলার্জিজনিত কারণেও চুল ঝড়ে যায়। হরমোনের কারণেও চুল পড়ে। সময়ের অভাবে সঠিক যত্ন নেওয়া হয় না চুলের। সেক্ষেত্রে চুল ঝড়ে পড়ে। বংশগত কারণেও চুল ঝড়ে যায়। তবে প্রাকৃতিক উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করলে চুল ঘন হবে এবং চুল পড়া কমবে। দেখে নিন সেই পদ্ধতি।
অ্যালোভেরা চুলের জন্য দারুন কাজ দেয়। অ্যালোভেরা জেল নিন দু চামচ। এবার মাথায় আঙুল দিয়ে জেল নিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মাথা ধুয়ে নিন। সপ্তাহে দুবার লাগান। তাতেই উপকার পাবেন। ক্যাস্টর অয়েল চুলের গোড়া মজবুত করে। ভিটামিন সি ও প্রোটিন রয়েছে এতে। তবে ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে লাগালে ভালো কাজ পাবেন। মাথায় ম্যাসাজ করুন স্নান করার আগে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ডিম চুলের জন্য দারুন কাজদেয়। চুল সিল্কী করে, চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায়। একটা ডিম ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলে হালকা ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। গ্রীনটি চুলের জন্য উপকারী। দু চামচ গ্রীন টি গরম জলে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। মাথার ত্বকে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন। উপকার মিলবে। ১ টেবিল চামচ করে আমলকী গুঁড়া ও লেবুর রস মিশিয়ে নিন। এতে ১ চামচ টক দই ও ১ চামচ মধু দিন। চুলের জন্য দারুন কাজ দেবে। অনেক উপকার পাবেন। চুল ঘন হবে।
তবে এটা কেবল তথ্য। চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করবেন।