চুল পড়ে গেলে টাক দেখা দেয়। টাকের কারনে সৌন্দর্য নষ্ট হয়। তাই টাক পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। আবহাওয়া জনিত কারণে যেমন চুল ঝরে পড়ে , বংশগত কারণেও অনেকের কম বয়সেই চুল ঝরে পড়ে যায়। আবার অনেকে শারীরিক বিভিন্ন সমস্যার জন্য চুল পড়ে যায় । এসে যায় টাক। চুলেই রয়েছে সৌন্দর্য। মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় হেয়ার স্টাইল এর ওপর। টাক পড়ে গেলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। চিন্তায় পড়ে যান তারা। বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে টাকে চুল গজানোর জন্য এবং চুল পড়ে পড়ে যাওয়া আটকানোর জন্য। টাকে চুল গজানোর জন্য এক ঘরোয়া পদ্ধতি রয়েছে । এর মাধ্যমে দীর্ঘদিন প্রয়োগ করলে আপনার টাকে ধীরে ধীরে গজাতে শুরু করবে চুল। জেনে নিন সেই উপায়।
আপনাদের যে উপায়টির কথা বলব তা হলো পেয়ারা পাতা। ভিটামিন সিএ গুণে সমৃদ্ধ পেয়ারা উপকারিতা অনেক। তেমনি দারুন উপকার পাতাতেও। আয়ুর্বেদ শাস্ত্রে পেয়ারা পাতার ব্যবহার রয়েছে। পেয়ারা পাতার রস ব্যবহার করলে দাঁতের যে কোন রোগ দূর হয়, দাঁতের যন্ত্রণা কমে যায়। তবে টাকে চুল গজাতে পেয়ারা পাতা কিভাবে ব্যবহার করবেন জেনে নিন।
২ গ্লাস জল গরম করে নিন তাতে ২ চামচ মেথি বীজ দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিন.। এবার এতে দিন আগে থেকে দশটি ধোয়া পেয়ারা পাতা এবার এই জলে দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিন। পরিমাণ কমে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এবার একটি ছাকনি দিয়ে ছেঁকে নিন। ওই জল মাথায় ভালো করে লাগিয়ে নিন। যে অঞ্চলে টাক পড়েছে সেখানেও লাগান। ৩০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে । এভাবে বেশ কয়েকদিন ব্যবহার করতে আস্তে আস্তে চুল গজাতে শুরু করেছে।