আদা মানেই রান্নার স্বাদ বদল। যেকোন রান্না আদা ছাড়া ভাবাই যায় না।‌ নিরামিষ কিংবা আমিষ, আদাতেই মুখোরোচক। এছাড়া আদা চা এর বিকল্প নেই। সর্দি কাশিতে আদা ভীষন উপকারি। কিন্তু জানেন কি শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয়, আদা রূপচর্চাতে কাজে লাগে। আদায় রয়েছে ট্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এই দুই উপাদান ত্বকের স্বাস্থ্য উন্নত করে। তাই রূপচর্চায় আদার ব্যবহার রয়েছে। এবার দেখে নিন রূপচর্চায় আদার কিভাবে ব্যবহার করা যায়।

আদা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আদা কিভাবে ত্বকে ব্যবহার করবেন দেখুন। কিছুটা আদা নিয়ে তার রস বের করুন। অথবা আদা পেস্টে ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এবার ত্বকে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অথবা আদার রস, মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল ও গোলাপী দেখায়, পাশাপাশি এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে।আদা  ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।আদা প্রদাহ কমাতে এবং ত্বকের কোষের ক্ষতি মেরামত করে। শুধু তাই নয়, ত্বকে বলিরেখা কালো দাগ থাকলে নিয়মিত আদা পেষ্ট ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

চুল এবং মাথার ত্বকের জন্য খুব উপকারি আদা। চুলের গোড়া মজবুত করে আদা। আদার রস বা আদা পেস্ট নিন। তার সাথে সম্ভব হলে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। অ্যালোভেরা না দিলেও হবে। এবার মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

তবে আদা ঝাজালো হয়। তাই ত্বকে বা মাথায় কোন ইনফেকশন বা কাটা থাকলে জ্বালা হতে পারে। এলার্জি থাকলেও না ব্যবহার করাই ভালো। তাই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন।