সৌন্দর্যচর্চায় প্রাকৃতিক উপাদানের বিকল্প নাই। চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো চাল ধোয়া জল (Rice Water)। এটি চুলের সৌন্দর্য বাড়াতে অব্যর্থ। নিয়মিত ব্যবহার করলে চুল হয় মসৃণ, ঝলমলে ও সিল্কি।
চাল ধোয়া জল কীভাবে ব্যবহার করবেন:
প্রস্তুতি: এক কাপ চাল হালকা করে ধুয়ে নিন। এরপর ২ কাপ জল দিয়ে চালটা ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর জলটা ছেঁকে একটা বোতলে রাখুন।
চুলে ব্যবহার: প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এবার চাল ধোয়া জল মাথায় ও চুলে ভালো করে ম্যাসাজ করে দিন। ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর স্রেফ জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যবহারের নিয়মিততা: সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করা যাবে।
চুলে প্রাকৃতিক শাইন আসে এবং চুল হয় সিল্কি ও মসৃণ। চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এতে থাকা আমিনো অ্যাসিড ও ভিটামিন বি, ই চুলের গোড়াকে মজবুত করে। স্ক্যাল্প পরিষ্কার রাখে ও খুশকি দূর করতে সাহায্য করে। চুলে টানটান ভাব ও ন্যাচারাল কন্ডিশনিং আসে। চাল ধোয়া জল একটি সস্তা, সহজ আর পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায়ে চুলের যত্ন নিতে চমৎকার বিকল্প। নিয়মিত ব্যবহারে আপনি পেতে পারেন পার্লারের মতো ঝলমলে ও সিল্কি চুল।