বর্ষাকালে বৃষ্টির কারণে চারপাশে আর্দ্রতা বেড়ে যায়। এর ফলে ঘরের বিছানায়, জামাকাপড়ে ভ্যাপসা বা স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয়, যা খুবই অস্বস্তিকর। তবে কিছু সহজ ঘরোয়া কৌশল অবলম্বন করলেই এই গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রথমেই নজর দিন জামাকাপড় শুকনো রাখার দিকে। বৃষ্টির দিনে রোদ না থাকলে ছায়াতে শুকনো জায়গায় অথবা ফ্যানের নিচে জামা শুকিয়ে নিন। কাপড় ধোয়ার সময় এক কাপ সাদা ভিনেগার বা কয়েক ফোঁটা ইউক্যালিপ্টাস অয়েল মিশিয়ে নিন, যা জীবাণু দূর করে ও গন্ধ হ্রাস করে।
বিছানা, তোয়ালে বা বালিশে ভ্যাপসা গন্ধ দূর করতে বেকিং সোডা খুব কার্যকর। শুকনো বেকিং সোডা বিছানায় ছিটিয়ে এক ঘণ্টা রেখে দিয়ে ভালোভাবে ঝেড়ে ফেলুন। চাইলে বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যবহার করলে হালকা সুগন্ধও পাবেন।
ঘরের ভ্যাপসা ভাব কমাতে নিয়মিত জানালা খুলে হাওয়া চলাচলের ব্যবস্থা করুন। হিউমিডিটি কমাতে চাইলে ঘরে এক বাটি বেকিং সোডা, কাঠকয়লা বা কফির গুঁড়ো রেখে দিন—এগুলো আর্দ্রতা শোষণ করে।
বর্ষায় জামাকাপড় ও বিছানা পরিষ্কার রাখার পাশাপাশি কিছু প্রাকৃতিক উপায়ে ব্যবহার করলে ভ্যাপসা গন্ধ আর সমস্যা নয়।