গরম ভাতে ঠান্ডা জল দিন। রাতে জল ঢেলে দিনে খান। হবে পান্তা ভাত। সকালে ভাত করে জল দিলেও হবে। পান্তা ভাত সঙ্গে পিঁয়াজ, কাঁচা লঙ্কা, বড়ি দিয়ে টক, ছাতু মাখা,আলু মাখা। দারুন স্বাদ। কেউ আবার কাসুন্দি মিশিয়ে নেন। এই গরমে পান্তা ভাত খেতে অমৃত সমান লাগে। শরীর ঠান্ডা থাকে। পান্তা ভাতের মিলবে উপকারিতাপান্তা । দেখে নিন কি উপকার পাবেন।

বি১২- থাকে পান্তা ভাতে। শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করে। কেটে যায় দুর্বলতা। যাদের ঘুম আসতে চায় না, তারা পান্তা ভাত খেলে উপকার পাবেন। ঘুম আসবে তাড়াতাড়ি। শরীরকে হাইড্রেটেডও রাখে পান্তা ভাত। পান্তা ভাতে ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়রন আছে। তাই দেহে পুষ্টির অভাব দূর করে। দেহের পিএইচ ভারসাম্য বজায় রাখে পান্তা ভাত। হজমে সাহায্য করে। গ্যাস-অম্বলের সমস্যা মিটে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। পান্তা ভাত খেলে কোন রোগ হয়‌না। তবে একবেলা বা এক রাত জলে ভিজিয়ে খাবেন। তার বেশি সময় নয়। অনেকে অনেক দিনের বাসি ভাত খান। এটা কখনোই করবেন না। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, টাইপ-২ ডায়াবেটিস যাদের রয়েছে তারাও উপকৃত হবেন।

এতে আয়রন থাকায় রক্তশূন্যতা থাকলে কাজ পাওয়া যায়। শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে পান্তা ভাত। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পান্তা ভাত। নিয়মিত পান্তা খেলে সবরকম আলসার থেকে উপকার পাওয়া যায়। এছাড়া প্রচুর এনার্জি পাওয়া যায় পান্তা ভাতে।

তবে যাদের পান্তা ভাত খেলে পেটে লাগা বা অন্য সমস্যা হবে তারা খাবেন না।