
এই প্রচন্ড গরমে শরীরকে বিভিন্ন দিক থেকে উপকার করে ডাবের জল।. প্রতিদিন একটি করে খেলে অনেক রোগের উপশময় । শরীর থাকবে সুস্থ এবং শরীরে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই বাজারে বিক্রি হওয়া বিভিন্ন প্যাকেটজাত ড্রিংকস বাদ দিয়ে একটি করে ডাব খান প্রতিদিন। ডাবের জলের এত উপকারিতা যা শুনলে আপনি অবাক হবেন। এনার্জি লেভেল তো বাড়িয়ে দেয় তার সঙ্গে ড্রাই হাইড্রেশনের মতো সমস্যাকেও দূরে সরিয়ে দেয় । বিভিন্ন রকম ঘাটতি পূরণ করে ডাবের জল। এই তীব্র দাবদাহে শরীর থেকে ঘাম ঝরতে থাকে ক্লান্তি অনুভব হয়। একটি ডাবের জল খেয়ে নিন শরীর হবে চনমনে । এছাড়াও ডাবের জলে রয়েছে অনেক উপকার ,জেনে নিন।
ডিহাইড্রেশন হলে ডাব মক্ষম দাওয়াই। গরম শরীরে ঘাম হয়। শরীর থেকে জল বেরিয়ে যায়। এই সময় অনেকের বমি, পায়খানা হয় । ফলে ডিহাইড্রেশনের মত সমস্যা হয়। ডাবের জল খেলে দারুন উপকার পাওয়া যায় । ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে ডাবের জল খেলে উপকার পাওয়া যায়। ডাবের জলে আছে ম্যাগনেসিয়াম , পটাশিয়াম ও ভিটামিন সি। ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে । স্কিনের জন্য দারুন উপকারি ডাবের জল। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। জার ফলে ত্বককে তরতাজা রাখে । ত্বক হয় উজ্জ্বল । রোজ ডাবের জল দিয়ে মুখ ধুলে দারুন কাজ দেয় । চুলকে ভালো রাখতেও ডাবের জল উপকারী। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। চুল পড়া কমে । চুলে ডাবের জল ব্যবহার করলে চুল চকচকে ও নরম হয়। রোজ একটি করে ডাবের জল খেলে হার্টের সমস্যা দূর হয় । হার্টকে ভালো রাখে। ডাবের জলে আছে ক্যালসিয়াম। যা হাড়কে মজবুত রাখতে কাজ দেয়।
ডিসক্লেইমার : চিকিৎসকের সঙ্গে কথা বলুন, চিকিৎসকের পরামর্শে চলুন। এই তথ্য স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার একটি দিক। এটি কখনোই চিকিৎসার বিকল্প নয়।