Baby Diaper, Representational Image (Photo Credit: File Photo)

Baby Diapers: বাচ্চাকে ডায়পার পরান তো? ডায়পার পরালে আপনার সন্তানের কিডনি ক্ষতিগ্রস্থ হচ্ছে না তো? সম্প্রতি এমনই একটি ভাইরাল দাবিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়ে যায়। দেশের বহু বাচ্চাকে যখন ডায়পার পরানো হচ্ছে মুড়ি, মুরকরি মত, সেই সময় তার জেরে শিশুদের ক্ষতি হতে পারে। এমন সম্ভাবনার কথা শুনে অনেকেই ভয় পেয়ে যান।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক নামকরা শিশু চিকিৎসকর মুখ খোলেন। জনপ্রিয় শিশু চিকিৎসক শ্যেলি আওয়াস্তি জানান, ডায়পার পরালে বাচ্চার ক্ষতি হবে কিংবা কিডনির (Kidney) ক্ষতি হবে, এমন ভাবার কোনও কারণ নেই। ডায়পারের সঙ্গে কিডনির কোনও প্রত্যক্ষ যোগ নেই। শুধুমাত্র প্রস্রাব শুষে নেওয়ার জন্যই শিশুদের ডায়পার পরানো হয় বলে স্পষ্ট জানান ওই শিশু চিকিৎসক।. অর্থাৎ ডায়পার পরালে বাচ্চার কিডনি ক্ষতিগ্রস্থ হতে পারে বলে যে খবর খবর ছড়াচ্ছে, তা ভুয়ো বই অন্য কিছু নয় বলে জানান ওই চিকিৎসক।

ডায়পার থেকে কি কোনও ক্ষতির সম্ভাবনা আদেও থাকে শিশুর?

ডায়পার নিয়ে বেশ কিছু কথা জানান শ্যেলি আওয়াস্তি নামের ওই শিশু চিকিৎসক। তিনি জানান,ডায়পার নির্দিষ্ট সময় পরপর পালটে দিতে হবে। একটানা ডায়পার বেশিক্ষণ পরানো উচিত নয় শিশুকে। পাশাপাশি  ডায়পার সময় মত না পালটালে শিশুর ত্বকের ক্ষতি হতে পারে। ইউরিনারি ট্র্য়াকেও সংক্রমণ হতে পারে একই ডায়পার বেশিক্ষণ পরিয়ে রাখলে। বার বার যদি শিশুর ইউরিনারি ট্র্যাকে সংক্রমণ হয়, তাহলে তা থেকে কিডনির সমস্যা হতে পারে। তবে তা একেবারেই ডায়পার নোংরা হওয়য়ার ফলে। এর সঙ্গে কিডনির কোনও যোগাযোগ প্রত্যক্ষ নেই বলে শিশু চিকিৎসক জানান।

ডায়পার পরালে কীভাবে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে 

ডায়পার পরালে, তা নির্দিষ্ট সময় পর খুলে ফেলতে হবে।

নতুন ডায়পার পরানোর আগে শিশুকে ভাল করে ভিজে কাপড় বা ওয়াইপস দিয়ে মোছাতে হবে।

র্যাশ বেরোলে বেবি র্যাশ ক্রিম কিনতে হবে। প্রয়োজনে নারকেল তেলও ব্যবহার করতে পারেন।

ভাল মানের ডায়পার কিনুন। দাম বেশি হলেও, শিশুর স্বাস্থ্যের সঙ্গে কোনও ধরনের কম্প্রোমাইজ় করবেন না।

ডায়পারের পরিবর্তে যদি সাদা রঙের পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন,  তাহলে ভাল।

রাত থেকে ভোর হতেই শিশুর ডায়পার পালটে দিতে হবে।

ডায়পার পরাচ্ছেন সন্তানকে, শিশুর কিডনির ক্ষতি করছেন না তো অজান্তে? ভাইরাল দাবি নিয়ে কী বলছেন চিকিৎসকরা