
অনেকের বাড়িতেই ফিটকিরি থাকে। ফিটকিরির ব্যবহার প্রাচীনকাল থেকেই। ফিটকিরির অনেক উপকারিতা রয়েছে। বিশেষত রূপচর্চায় এর অনেক অবদান। এর ওষুধি গুন রয়েছে। এটি মূলত একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যাস্ট্রিনজেন্ট উপাদান। মুখের দুর্গন্ধ দূর করা থেকে মাথার যন্ত্রনা কমানো। ফিটকিরি দারুন কার্যকরি। জেনে নিন ফিটকিরি কীভাবে ব্যবহার করবেন।
ফিটকিরি জলে গুলে নিন। এবার সেই জল দিয়ে গার্গেল করুন।মুখের দুর্গন্ধ দূর হবে। মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে ফিটকিরি।
ফিটকিরি বগলে ঘষে নিন। অনেক কাজ পাবেন। ঘাম কমে যায় এবং বগলের দুর্গন্ধ দূর হয়। ফিটকিরি ব্রণের দাগ, ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতে সাহায্য করে। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।
দাড়ি শেভ করতে গিয়ে বা অন্য কোনো কারণে মুখের ত্বক বা শরীরের যেকোনো অংশ কেটে অ্যান্টিসেপটিক এর কাজ করে। কাটা অংশে রক্তপাত বন্ধ হবে। জলকে জীবানুমুক্ত করতে ফিটকিরি কাজ দেয়। ফিটকিরি জলে মিশিয়ে রাখলে জল জীবাণুমুক্ত হয়।
ইউরিন ইনফেকশন দূর করে ফিটকিরি। অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণাগুণ আছে ফিটকিরিতে। তাই ইউরিন ইনফেকশন দূর করে। গোপনাঙ্গ ফিটকিরির জল দিয়ে পরিষ্কার করলে সংক্রমণ কমে যায়।
ফিটকিরির জল দিয়ে মুখে ম্যাসাজ করলে মুখ পরিষ্কার হয়। দাঁতের জন্য প্রাকৃতিক মাউথওয়াশ হিসেবে কাজ করে। ফিটকিরির জল দিয়ে মাথা ধুলে তা মাথার ত্বক পরিষ্কার হয়। মাথায় কোন ইনফেকশন থাকলে দূর হয়।