রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja 2024)। বাঙালির প্রেমের দিন। এবছর আবার সরস্বতী পুজোর দিনই ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2024), তাই বাঙালিদের মধ্যে উত্তেজনা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। বসন্ত পঞ্চমী তিথিতে বাঙালির বাড়িতে বাড়িতে, পাড়ার মোড়ে মোড়ে ও স্কুল-কলেজে ধুমধাম করে পালিত হয় বাগদেবীর বন্দনা। আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন সরস্বতী পুজোর এই শুভেচ্ছা বার্তা।
দেখুন -
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন। তাই প্রতি বছর পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। পুজো করা হয় দেবী সরস্বতীর।