আজ রামনবমী। অযোধ্যায় রাজা দশরথ ও রানি কৌশল্যার কোল আলো করে এদিনই জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র। হিন্দুধর্ম অনুসারে তাঁকে নারায়ণের দশ অবতারের অন্যতম বলে মনে করা হয়। শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং আদর্শ রাজা। সর্বোপরি তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। আজও আমাদের দেশের একটা বড় অংশ তাঁর নামে তার ভক্তিতে বয়ে চলে।এটা বিশ্বাস করা হয় যে রাম নবমীতে মর্যাদার প্রতিমূর্তি রামের পুজো করলে খ্যাতি এবং সৌভাগ্য আসে। জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে। রামের উপাসনা করলে জীবনে ইতিবাচকতা বজায় থাকে এবং সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়।

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়, এই বছর তা উদযাপিত হবে ১৭ এপ্রিল। এ বছর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর রাম নবমী আরও বিশেষ ভাবে পালিত হবে অযোধ্যা সহ গোটা দেশে। এমনকি এই বছর রামনবমী উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামলালার সূর্য তিলকও করা হবে। তারও প্রস্তুতি চলছে।

রাম নবমীর পুণ্য প্রভাতে লেটেস্টলি বাংলার শুভেচ্ছাপত্র বিনিময় করে আপনিও মেতে উঠুন রাম জন্মোৎসবে।