চলছে প্রেম-পক্ষ। বাঙালির কাছে দেবীপক্ষ কবিপক্ষ খুবই পরিচিত। সেই হিসেবে ভ্যালেন্টাইন্স ডে'কে ধরে চলা ৭দিনের এই উদযাপন ঠিক 'পক্ষ' নয়, মানে ১৪-১৫ দিনের উৎসব নয়। তবে প্রেমদিবস নিয়ে জেনারেশন ওয়াই এখন যথেষ্ট রোমাঞ্চিত।
আজ, ১১ ফেব্রুয়ারি হল 'প্রমিস ডে'। প্রেমের দিক থেকে এ দিনটিকে অনেকটা ওই প্রতিজ্ঞা দিবস বলে উল্লেখ করা যেতে পারে। এ বছরের এই প্রেম-উদযাপন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি, সেদিন ছিল 'রোজ ডে', পরের দিন ৮ ফেব্রুয়ারি ছিল 'প্রোপোজ ডে', ৯ ফেব্রুয়ারি ছিল 'চকোলেট ডে'। আর গতকাল, ১০ ফেব্রুয়ারি ছিল 'টেডি ডে'। এই করতে করতে নানা দিনের মালা গেঁথে পৌঁছে যাওয়া একেবারে প্রেমদিবসে, ১৪ ফেব্রুয়ারিতে।