Happy Mother's Day 2025

Happy Mother's Day 2025: মাদার্স ডে আবার কি! জীবনের প্রতিটা দিনই তো মায়ের জন্যে। যে মা পৃথিবীর আলো দেখালেন, যে মা জগৎটাকে চেনালেন, যে মায়ের হাত ধরে প্রথম হাঁটতে শেখা, যে মায়ের হাত ধরে প্রথম স্কুলের গণ্ডি পার হওয়া, যে মা রোজ রান্না করে মুখে ভাত তুলে দিচ্ছে, পরিপাটি করে ঘর সংসার গুছিয়ে রাখছে, পরিবারের সবাইকে বুকে আগলে রাখছে প্রতি মুহূর্তে - সেই মায়ের প্রতি ভালোবাসা উদযাপনের জন্যে আবার কোন বিশেষ দিন হয় নাকি! গোটা জীবনই যে তাঁর দান। ছেলে-মেয়ের কাছে মা-ই যে বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। সবচেয়ে বড় আশ্রয়। জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল মা। প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother's Day)।

কবে পালিত হয় মাদার্স ডে?

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে। তাই এই বছর মাদার্স ডে পড়েছে ১১ মে।

মাকে ভালোবাসার কোন বিশেষ দিন হয় না ঠিকই কিন্তু সারা জীবন যে মানুষটা তোমার জন্যে অক্লান্ত পরিশ্রম করছে, তোমায় ভালো রাখার জন্যে কোন কিছুর কমতি রাখছে না, সেই মায়ের জন্যে আজকের এই বিশেষ দিনে তুমি কিছু করলে তাঁর মুখে হাসি ফুটবে বইকি।

মাদার্স ডে-তে মাকে খুশি করবেন কি করে?

১) রান্না করে মা-কে খাওয়ানঃ রান্না ঘরে দিনের বেশির ভাগ সময়টা যিনি কাটান তাঁকে একদিন কিংবা এক বেলার জন্যে রান্না থেকে ছুটি দিন। নিজে কিছু রান্না করে মাকে খাওয়ান। মাতৃ দিবসে এর চেয়ে বড় উপহার মায়ের জন্যে আর কিছু হতে পারে না।

২) ভালো রেস্তোরাঁয় খেতে নিয়ে যেতে পারেনঃ রাতের ডিনারের জন্যে ভালো কোন রেস্তোরাঁয় খেতে নিয়ে যান মাকে। মেনু কার্ড ধরিয়ে তাঁকে তাঁর পছন্দের খাবারটি বাছতে বলুন।

৩) ফুল উপহার দিনঃ ফুল পছন্দ করে না এমন মহিলা খুঁজলেও মনে হয় পাওয়া যাবে না। আট থেকে আশি সব বয়সের নারীর মুখে হাসি ফোটে ফুল পেলে। তাই মাতৃ দিবসে মাকে ফুল উপহার দিতে পারেন।

৪) হাতে বানানো কার্ডঃ নিজের হাতে কোন কার্ড বানিয়ে মাকে উপহার দিতে পারেন। মনের মত কারুকার্য, নকশা আর লেখার মাধ্যমে মাকে ঘিরে তৈরি হয় আবেগ, অনুভূতি উজাড় করে দিন তাতে।

৫) পোশাক উপহার দিনঃ কিনবো কিনবো করে অনেক দিন ধরে যে শাড়ি কিংবা পোশাকটি মায়ের কেনা হয়ে উঠছে না সংসারের চাপে, সেটি কিনে সোজা মায়ের হাতে ধরিয়ে দিন আজকের দিনে। মাদার্স ডে-তে দেখবেন মায়ের খুশি তখন সপ্তম আকাশে।