![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/06/YYOGA-DAAY-380x214.jpg)
বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপ এখনও কাটেনি। গোটা বিশ্ব থেকে মহামারী এখনও বিদায় না নিলেও, এসবের মধ্যে প্রতি বছরের মত পালন করা হবে যোগ দিবস (International Yoga Day 2022)। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তাই বিশ্বের আর পাঁচটি দেশের মত ভারতেও পালন করা হবে বিশেষ দিন। জীবনের মানকে উন্নত করতে, মানসিক স্বাস্থ্য ভাল রাখতে যোগে বিকল্প নেই। এমনই মনে করা হয় রাষ্ট্রসংঘের তরফে। সেই কারণে ২১ জুন প্রত্যেক বছর পালন করা হয় যোগ দিবস। শরীর এবং মনকে সতেজ, তাজা রাখতে যোগের মাধ্যমে জীবনকে আরও সাবলীল করে তুলুন।
সুস্থ শরীর এবং শান্ত মন পেতে যোগ অভ্যেস করুন...
প্রতিদিনের জীবনকে আরও গতিময় এবং স্বাচ্ছন্দে ভরিয়ে তুলুন যোগের মাধ্যমে...
আন্তর্জাতিক যোগ দিবসে গোটা বিশ্বের মত নিজের পরিবারের সঙ্গে যোগাভ্যাস করুন...
সুস্থ শরীরের চাবিকাঠি হল যোগ...
সুস্থ শরীর থাকলে তবেই শান্ত মন সেখানে বিরাজ করে। তাই যোগ অভ্যেস করুন নিয়মিত...