Happy Holi 2022: রঙের উৎসবে রঙিন হোক সবার মনপ্রাণ, ছড়িয়ে দিন ভালবাসার মিষ্টি আবেশ
Holi Final (Photo Credit: Latestly)

সামনেই দোল উৎসব বা হোলি( Holi)। রঙের উৎসব যেন সবার মনে সুখ শান্তি বয়ে নিয়ে আসে। করোনার প্রকোপ বেশ কিছুটা কম বর্তমানে। ফলে করোনার ভয় কিছুটা হলেও কাটিয়ে মানুষ রঙের উৎসবে মেতে উঠবেন। কাশ্মীর থেকে কন্যা কুমারী, গোটা দেশে জুড়ে পালিত হয় রঙের উৎসব। বাংলার দোল উৎসবের পরদিন প্রায় গোটা দেশ জুড়ে পালন করা হয় হোলি। রঙের উৎসবের আগে কোথাও বুড়ির ঘর পুড়িয়ে মানুষ অশুভ শক্তির বিনাশ করেন, আবার কোথাও হোলিকা দহনের মাধ্যমে বিনাশ হয় অশুভ সবকিছুর। সবকিছু মিলিয়ে রঙের উৎসব পালনের জন্য মুখিয়ে আছে গোটা দেশ। এই রঙের উৎসবে আপনার প্রিয়জনকে ভালবাসায় ভরিয়ে দিন...

রঙের উৎসব যেন সবার জীবন রঙিন করে তোলে, সেই প্রার্থনায় মগ্ন গোটা দেশের মানুষ...

রঙের উৎসবে প্রত্যেকের জীবন আরও সুখ শান্তিতে ভরে উঠুক...

সমস্ত অশুভ শক্তির বিনাশের পর দোলেই যেন শুভ শক্তির সূচনা হোক...

দোলের রঙে সবার আশপাশের মানুষও রঙিন হয়ে উঠুক, তবেই দোল উৎসবের স্বার্থকতা...