রোজ ডে, প্রপোজ ডে’র পরও যদি এখনও আপনার পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা না জানিয়ে থাকেন তবে ‘চকোলেট ডে’ (Chocolate Day 2024) আপানর জন্য গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারে। তরুণ-তরুণীদের কাছে ফেব্রুয়ারি মাসে বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে, তারমধ্যে ৯ ফেব্রুয়ারি ‘চকলেট’ দিবস। এই দিনটিতে আপনিও আপনার ভালোবাসার মানুষটিকে তাঁর পছন্দ অনুযায়ী মিষ্টি বা ডার্ক চকোলেট উপার দিতে পারেন। চকোলেটের মোড়কে মিষ্টি একটা বার্তা লিখে দিতে পারেন আপনার প্রিয় মানুষটিকে। এতে আপনার মনের মানুষটি আরও খুশি হবে। ভালোবাসার সপ্তাহে চকলেট হতে পারে সেরা উপহার। আর যাদের পক্ষে দেখা করে চকোলেট দেওয়া সম্ভব নয় তাঁদের হাতে তো মোবাইল ফোন রয়েছে, সেখানেই প্রিয় মানুষকে পাঠিয়ে দিন ভালোবাসার বার্তাটি। আপনার জন্য রইল চকলেট ডে-র একগুচ্ছ বার্তা (Chocolate Day Messages) -
দেখুন
উল্লেখ্য, ভিক্টোরিয়ার সময় ভালোবাসার মানুষটিকে চকোলেট উপহার দেওয়ার বেশ চল ছিল বলে জানা যায়। এই 'চকোলেট ডে'-তে আপনিও আপনার প্রিয় মানুষটাকে চকোলেট উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে মনের কথা না ভুলবেন না।