120th birth anniversary of PK Rosy Photo Credit: @GoogleDoodles

সৃজনশীল ডুডলের মাধ্যমে পিকে রোজিকে শ্রদ্ধা জানাল গুগল। শনিবার গুগল খুললেই চিরাচরিত লোগোর বদলে দেখা যাচ্ছে মালয়ালম সিনেমার প্রথম মহিলা প্রধান অভিনেত্রী পিকে রোজির ছবি। আজ তার ১২০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যেই গুগল তার জন্মদিন উদযাপন করছে ডুডলের মাধ্যমে৷

রোজি ১৯০৩ সালের ১০ফেব্রুয়ারী তিরুবনন্তপুরমে রাজম্মায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি অল্প বয়সেই অভিনয়ের প্রতি তার আবেগ খুঁজে পেয়েছিলেন। তিনি জেসি ড্যানিয়েল পরিচালিত ভিগাথাকুমারান (Vigathakumaran-The Lost Child) নামক ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন। রোজি সিনেমায় সরোজিনী নামে একজন নায়ার নারীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তার চরিত্রটি ছিল উচ্চবর্ণের মহিলা, ছবির একটি দৃশ্যে  ছিল যেখানে পুরুষ অভিনেতা রোজির চুলে বাঁধা ফুলকে চুম্বন করেছিল। এই দৃশ্য সামনে আসতেই প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করে, একপ্রকার বাধ্য হয়ে রোজিকে কেরালা ছাড়তে হয়। তিনি একটি লরিতে করে তামিলনাড়ুতে পালিয়ে যান সেখানে পৌছে তিনি লরি চালককেই বিয়ে করেন।

সেই সময় পারফর্মিং আর্টস নিয়ে যখন সমাজের অনেকেই ব্যাকা চোখে দেখছিল তখন  বিশেষ করে মহিলাদের জন্য, রোজি মালায়ালাম ফিল্ম ভিগাথাকুমারন (দ্য লস্ট চাইল্ড) তে তার ভূমিকার মাধ্যমে সমাজের সেই প্রচলিত বাধাগুলি ভেঙে দিয়েছিলেন। যদিও তিনি তার জীবদ্দশায় তার কাজের জন্য স্বীকৃতি পাননি, তবে আজ তার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে বলে গুগল তার শ্রদ্ধার্ঘ্যতে জানিয়েছে।