নয়াদিল্লি: গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti) উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা! মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) অহিংসা ও সত্যের পথ আমাদের সকলকে অনুপ্রাণিত করুক। ১৮৬৯ সালের ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী। তাঁর অহিংসা, সত্যাগ্রহ এবং স্বাধীনতা সংগ্রামে অবদান ভারতের ইতিহাসে এক অমূল্য অধ্যায়। গান্ধী জয়ন্তী শুধুমাত্র তাঁর জন্মদিনের উৎসব নয়, বরং তাঁর আদর্শ ও দর্শনকে স্মরণ করার একটি দিন। আপনার জন্য রইল গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা।
গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা বার্তা



