![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/114-116.jpg?width=380&height=214)
'ঢাক বাজা, কাঁসর বাজা
উলু দে আর শাঁখ বাজা
বছর পরে আবার এলো মা যে'
বছরভর বাঙালিরা এই চারটে দিনের পথ চেয়েই তো বসে থাকে। মা দুর্গার আগমন যেন মনের সব দুঃখ, সব ক্লান্তি, সব গ্লানি এক লহমায় মুছে ফেলে। শুভ্র কাশফুল, শরতের আকাশে পেঁজা মেঘ, শিউলি ফুলের গন্ধ, আর পদ্মপারের ইলিশ সব কিছুই মাকে স্বাগত জানাতে প্রস্তুত। পুজো মানেই তো নতুন জামা-কাপড়, সাজগোজ, সারারাত প্যান্ডেল হপিং আর জমিয়ে খাওয়া-দাওয়া। ডায়েট ভুলে পুজোর কটা দিন কবজি ডুবিয়ে না খেলে মা দুর্গা রাগ করবে বৈকি। ভোজনরসিক বাঙালিদের কাছে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর প্রিয় মানুষটির সঙ্গে কাটানোর জন্যে সেরা সময় হল এই দুর্গা পুজো। ঘোরাঘুরির সঙ্গে পাল্লা দিয়ে চলে খাওয়া-দাওয়া।
পঞ্চমী থেকে নবমী, কোনদিন কোথায় কার সঙ্গে খেতে যাবেন সেই প্ল্যান বরং এখনই সেরে ফেলুন। আপনার জন্যে রইল কলকাতার সেরা তিন রেস্তোরাঁর ঠিকানা। যেখানে পুজোয় অন্তত একদিন সপরিবারে ঘুরে আসুন।
জেডব্লিউ ম্যারিয়ট (JW Marriott Kolkata)
![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/116-101.jpg?width=1000&height=565)
উৎসবের আমেজে গা ভাসিয়ে কলকাতায় বিলাসবহুল পাঁচতারা রেস্তোরাঁ জেডব্লিউ ম্যারিয়ট নিয়ে এসেছে দুর্গা পুজো বুফে (Durga Puja Buffet)। যা ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। মধ্যাহ্নভোজ, নৈশভোজের সঙ্গে মধ্যরাতের বিশেষ বুফের ব্যবস্থা করা হয়েছে। তবে কেবল খাওয়া-দাওয়াই নয়। হরেক পদের সুস্বাদু খাবারের সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন লাইভ বলিউড এবং টলিউড মিউজিক। দুপুর এবং রাতের বুফে খাবারের মূল্য জন প্রতি ২৬২৬ টাকা, সঙ্গে যোগ হবে ট্যাক্স। মধ্যরাতের বুফের মূল্য জন প্রতি ১৫২৫ টাকা, সঙ্গে জুড়বে ট্যাক্স। বাচ্চাদের জন্যেও ১৩৯৯ টাকায় রয়েছে বুফের ব্যবস্থা। এছাড়া সুরাপ্রেমীরা মাত্র ২,১০০ টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড অ্যালকোহল।
দুর্গা পুজো উপলক্ষ্যে জেডব্লিউ ম্যারিয়ট মহাভোজ বুফের ব্যবস্থা করেছে। যা ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। ঐতিহ্যবাহী ভারতীয় স্বাদে সমৃদ্ধ থাকবে এই মহাভোজ।
সময়ঃ ১২:৩০ - ৪:৩০
মূল্যঃ বড়দের জন্যে ২২৫০+ ট্যাক্স, ছোটদের জন্যে ১২৯৯+ট্যাক্স।
কলকাতা রাজবাড়ি (Kolkata Rajbari)
![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/121-99.jpg?width=1000&height=565)
পুজোয় কবজি ডুবিয়ে বাঙালি স্বাদের খাবার খাওয়ার জন্যে কলকাতা রাজবাড়ি এক অনন্য ঠিকানা। কলকাতার বুকে অন্যতম ঐতিহ্যপূর্ণ রেস্তোরাঁ এটি। রেস্তোরাঁর পরিবেশ, খাবারের স্বাদ, সেই সঙ্গে থালির বিভিন্ন সব নাম আপনাকে রাজকীয় অভিজ্ঞতা প্রদান করবে।
মহারাজা থালি, মহাভোজ থালি, রাজকীয় থালি- ভুরি ভুরি সব বাঙালি পদে সাজানো রয়েছে। কলকাতা রাজবাড়িতে মাত্র ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে থালির দাম। তবে ওখানকার মহাভোজ থালি আর মিষ্টিমুখের জন্যে বেকড সন্দেশ একেবারে মাস্ট ট্রাই আইটেম।
আমিনিয়া কিংবা আর্সেলন (Aminia or Arsalan )
![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/122-103.jpg?width=1000&height=565)
বাঙালি খাবার তো হল, কিন্তু দুর্গা পুজোয় একদিন বিরিয়ানিতে ডুব না দিলে হয়। ধোঁয়া ওঠা রাইস, নরম তুলতুলে মাংসের পিস, হলুদ সুগন্ধি আলু আর ডিম। ভাবলেই কেমন নাকে বিরিয়ানির ঘ্রান আর ভিজে জল চলে আসে। তাই পুজোর একটা দিন অবশ্যই ঘুরে আসুন কলকাতায় বিরিয়ানির সেরা ঠিকানা আমিনিয়া কিংবা আর্সেলন। আমিনিয়ায় ২২৫ টাকা থেকে শুরু হচ্ছে বিরিয়ানির দাম। আর আর্সেলনে বিরিয়ানির দাম শুরু হচ্ছে ২১০ টাকা থেকে।