Ganesh Idol (Photo Credit: X)

দেশজুড়ে উৎসবের মরশুম। আজ, বুধবার গণেশ চতুর্দশী। দেশজুড়ে পূজিত হচ্ছেন গণপতি বাপ্পা। ভাদ্রের শুক্লপক্ষের চতুর্থী তিথিতেই এই পুজো হয়। উদয়া তিথি অনুসারে বুধবার পালিত হচ্ছে এবারের গণেশ চতুর্থী। এদিন কখন পুজোর সময় জানেন কী?

গণেশ আরাধনার শুভ তিথিঃ

২৬ অগস্ট মঙ্গলবার দুপুর ১ টা ৫৪ মিনিটে পড়ে গিয়েছে তিথি। এই তিথি থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। গণেশ পুজোর শুভ সময় শুরু হচ্ছে ২৭ অগস্ট বেলা ১১ টা ৫ -এর পর থেকে।

গণেশ পুজোর নিয়মঃ

গণপতি আরাধনার বেশকিছু নিয়ম রয়েছে, যা মেনে চলা উচিত। এদিন গণেশকে অবশ্যই লাড্ডু কিংবা মোদক দিন। এছাড়া গণেশ পুজোয় দূর্বা ঘাসের ব্যবহার বাধ্যতামূলক। গণপতির মূর্তির দুপাশে সুপারি রাখুন। গণেশকে পৈতে পরান। কাঠের চৌকীতে লাল কাপড় পেতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন। সব শেষে মূর্তির সামনে ধূপধুনো জেলে গণেশ মন্ত্র জপ করুন।

কোন সময় গণেশ পুজো করলে সুখ শান্তিতে ভরবে জীবন?