Dhanteras (Photo Credit: Latestly)

সামনেই ধনতেরাস (Dhanteras 2025)। এদিন মা লক্ষ্মী (Laxxmi), কুবের ,ধন্বন্তরি এবং যমরাজের পুজো করা হয়। নিয়ম করে এদিন পূজার্চনা করলে ধন-সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। এদিন সোনারুপো-সহ বিভিন্ন ধাতুর জিনিস কেনার চলও রয়েছে অবাঙালিদের মধ্যে। এখন বাঙালিরাও ধনতেরাসে কেনাকাটা করে থাকেন। জানেন কি সোনারূপোর পাশাপাশি এই বিশেষ দিনে আর কী কী কিনতে পারেন?

কুবের এবং লক্ষ্মীর মূর্তিঃ ধনতেরাসে বাড়িতে লক্ষ্মী ও কুবেরের মূর্তি আনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন নিয়ম মেনে দেব-দেবীর মূর্তি স্থাপন করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে।

পিতল ও কাসার বাসনঃ ধনতেরাসে পিতল ও কাসার বাসন কেনাও খুব শুভ। এতে সম্পদ বৃদ্ধি ও স্থগিত কাজ সম্পূর্ণ হয়।

ঝাঁটাঃ আজকাল ধনতেরাসে ঝাঁটা কেনার চল ভীষণভাবে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এদিন ঝাঁটা বাড়িতে আনলে সংসার থেকে নেতিবাচক শক্তি ও দারিদ্র্য দূর হয় বলে বিশ্বাস।

তামার জিনিসঃ চাইলে ধনতেরাসে তামার জিনিসও কিনতে পারেন। তবে সেক্ষেত্রে ফাঁকা তামার বাসন ঘরে ঢোকাবেন না। তাতে চাল-ডাল ভর্তি করে তবে ঘরে আনুন।