ভাদ্র মাসের সংক্রান্তিতে আগামী ১৭ সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। ।বিশ্বকর্মা পুজো সাধারণত কন্যা সংক্রান্তি তিথিতে পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুসারে, এই বছর সূর্যের কন্যা রাশিতে প্রবেশ করার সময় অনুসারে এই পুজোর তিথি নির্ধারিত হয়েছে। তিথি শুরু হওয়ার নির্দিষ্ট সময় সম্পর্কে বিভিন্ন পঞ্জিকা মতে কিছুটা ভিন্নতা থাকলেও, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে তিথিটি ১৬ সেপ্টেম্বর মধ্যরাতের পর শুরু হচ্ছে। তবে উদয় তিথি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর তারিখে সারাদিনই পুজো করা যাবে। বিশেষ কিছু শুভ সময় বা মুহূর্ত (মুহূর্ত) রয়েছে, যেগুলিতে পূজা করা বিশেষ শুভ বলে মনে করা হয়।
এক নজরে দেখে নেওয়া পুজোর শুভ মুহুর্ত-
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজোর সময়-৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার। তিথি (ভাদ্র কৃষ্ণপক্ষ)- একাদশী রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার।তিথি (ভাদ্র কৃষ্ণপক্ষ)- একাদশী রাত ১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমৃতযোগ- সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে, পুনরায় সকাল ৯টা ২৯ মিনিট গতে সকাল ১১টা ৭ মিনিটের মধ্যে, পুনরায় দুপুর ৩টে ৯ মিনিট গতে বিকেল ৪টে ৪৬ মিনিটের মধ্যে, পুনরায় সন্ধ্যা ৬টা ২২ মিনিট গতে রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ৩০ মিনিট গতে উদয়াবধি।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মাহেন্দ্রযোগ- দুপুর ১টা ৩২ মিনিট গতে দুপুর ৩টে ৯ মিনিটের মধ্যে, পুনরায় রাত ৮টা ৪৫ মিনিট গতে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতেঅমৃতযোগ- সকাল ৭টা ৩ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে, পুনরায় ৯টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড গতে ১১টা ৬ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে, পুনরায় দুপুর ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড গতে বিকেল ৪টে ৪৭ মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে, পুনরায় ,সন্ধ্যা ৬টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড গতে রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে, পুনরায় ১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড গতে ৫টা ২৬ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মাহেন্দ্রযোগ- দুপুর ১টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড গতে ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ডের মধ্যে, পুনরায় রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড গতে ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।